
গুরুদাসপুর উপজেলা প্রতিনিধি.
সাবেক প্রতিমন্ত্রী নাটোর ৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক মোঃ আব্দুল কুদ্দুস বলেছেন, শেখ হাসিনার সরকার কৃষকদের ভুর্তকি দিয়েছে, ফলে কৃষিক্ষেত্রে লেগেছে আধুনিকতার ছোঁয়া। এর সবই দেশের যোগ্য নেতৃত্বের কারণে হয়েছে বলে মনে করেন তিনি। বুধবার সকাল ১০টার দিকে উপজেলা কৃষি অফিসের আয়োজনে নাটোরের গুরুদাসপুর উপজেলা হল রুমে উপজেলা নির্বাহী অফিসার লাবণী রায়ের সভাপতিত্বে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্য বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আব্দুল কুদ্দুস।
কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৯৪ জন কৃষকের মাঝে ১ কেজি পিয়াজের বীজ, ২০ কেজি ডিএপি ও ২০ কেজি এমওপি সার সার বিতরণ করেন। খরচ বাবুদ ৯৪ জন কৃষক বিকাশের মাধ্যমে ২ হাজার ৮০০ টাকা করে পাবেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন, ভাইস চেয়ারম্যান আলাল শেখ, কৃষি কর্মকর্তা হারুনর রশিদসহ অন্যরা।