
গাবতলীতে স্বামী কর্তৃক গৃহবধূকে এসিড নিক্ষেপ।
- জেলা প্রতিনিধি বগুড়া ,ইনঞ্জিনিয়ার সাব্বির হাসান
বগুড়া গাবতলী উপজেলার দক্ষিণপাড়া ইউনিয়নে কৃষ্ণচন্দ্রপুর বাঙ্গালপাড়া গ্রামে স্বামী কর্তৃক গৃহবধূকে এসিড নিক্ষেপের অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার বেলা ১২ টার দিকে মোছাঃ চাম্পা বেগম (৩৫) প্রতিদিনের ন্যায় সাংসারিক কাজ করতে থাকলে তার স্বামী মোঃ জুয়েল মিয়া (৪০) বাসার সামনের আঙ্গিনা থেকে পরিত্যক্ত ইট,পাটকেল পরিষ্কার করতে বললে জবাবে মোছাঃ চাম্পা বেগম বলে সবাই মিলে পরিষ্কার করলে অল্প সময়ের মধ্যেই শেষ হবে এমত অবস্থায় ঘাতক জুয়েল তার স্ত্রী চম্পা বেগমকে মারপিট করে বলে সব কাজ তোকে একাই করতে হবে। মারপিটের পর ঘাতক জুয়েল তার স্ত্রীর ওপর এসিড নিক্ষেপ করে। তখন তার হাক-ডাক ও চিৎকারে বাড়ির সকলে এগিয়ে এসে দেখে তার গায়ে এসিড নিক্ষেপ করেছে। এমত অবস্থায় পাড়া-প্রতিবেশী এগিয়ে এসে তাকে হাসপাতালে নিতে চাইলে ঘাতক জুয়েলের মা ও চাচাতো ভাই আলম হাসপাতালে নিয়ে যাওয়া সিএনজির চাবি কেরে নেয় এবং সমাজিক ভাবে বিচার করে বিষয় টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। আহত চাম্পা বেগম জানান বিয়ের পর থেকে তার স্বামী ও শাশুড়ি বিভিন্ন কারণে তার ওপর অত্যাচার করে আসছে এবং তাকে অন্য সময় প্রাণনাশের হুমকি দেয়। উক্ত ঘটনার সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ সনাতন চন্দ্র সরকার ঘটনাস্থল পরিদর্শন করে এবং বলেন দ্রুত আসামি ধরতে পুলিশি অভিযান অব্যাহত আছে।