বি. এম. আশিক হাসান।।
গত ১৯ আগস্ট ২০২৩ রোজ শনিবার গাজীপুর জেলা ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন এর নির্বাচন অনুষ্ঠিত হয়।

এ নির্বাচনে সভাপতি পদে ১৩৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন হাজী আব্দুর রশিদ তার নিকট তম প্রতিদ্বন্দ্বী মোঃ শামীম হাসান ভোট পেয়েছেন ৬৩৭। হাজী আব্দুর রশিদ ৬৯৯ বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেন। সাধারণ সম্পাদক পদে ১০২৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন হাজী শামসুল হক রানা তার নিকট তম প্রতিদ্বন্দ্বী মোঃ দুদু মিয়া ৯৪৭ ভোট পেয়েছেন। হাজী শামসুল হক রানা ৮২ ভোটের ব্যবধানে জয়লাভ করেন।

নির্বাচিত সভাপতি হাজী আব্দুর রশিদ এবং সাধারণ সম্পাদক হাজী শামসুল হক রানা কে গাজীপুর জেলা ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন এর সকল নেতা কর্মী সদস্যগণ ফুলের শুভেচ্ছা জানিয়েছেন

সভাপতি হাজী আব্দুর রশিদ তার সংক্ষিপ্ত সাক্ষাৎকারে তিনি বলেন পূর্বেও তিনি সভাপতি পদে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেছেন সে সময় তিনি সর্বদা শ্রমিক এর স্বার্থে কাজ করেছেন যার ফলে শ্রমিকগণ সন্তুষ্ট হয়ে তাকে পুনরায় নির্বাচিত করেছে। শ্রমিকের স্বার্থে পূর্বের ন্যায় আগামীদিনে তিনি কাজ করে যাওয়ার প্রত্যায় ব্যাক্ত করেন।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক শামসুল হক রানা তার সংক্ষিপ্ত সাক্ষাৎকারে তিনি বলেন পূর্বে তিনবার দপ্তর সম্পাদক এবং দুই বার সাংগঠনিক সম্পাদক পদে তিনি সফল ভাবে দায়িত্ব পালন করেন সারাজীবন তিনি শ্রমিকরে পাশে দাঁড়িয়েছেন যার ফলে শ্রমিকগণ তাকে ভোটের মাধ্যমে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করেছেন তিনিও পূর্বের ন্যায়ে আগামীদিনে তিনি শ্রমিকের স্বার্থে কাজ কারার আশাবাদ ব্যাক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don`t copy text!
%d bloggers like this: