এফ এম বুরহান, খুলনা প্রতিনিধি:

২৬ শে আগস্ট শনিবার সকালে খুলনা জেলার খালিশপুর এলাকার চরেরহাট ভৈরব নদী থেকে বৃহত্তম নিউজপ্রিন্ট মিল অভ্যন্তরে ৮০০ মেগাওয়াট নির্মাণাধীন বিদ্যুৎ প্রকল্পের চীনা প্রকৌশলী ওয়াং সিয়াও খুই (৪৪)’র ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন খালিশপুর থানা পুলিশের তদন্ত ইন্সপেক্টর নিমাই মন্ডল। চীনা প্রতিষ্ঠান সানডং সানলং সান হুই ইলেকট্রিক্যাল কোম্পানির দোভাষী তুহিন মিয়া জানান, গত ২৪ আগস্ট সন্ধ্যায় চীনা প্রকৌশলী ওয়াং সিয়াও খুই চুল কাটার উদ্দেশ্যে বাহিরে বের হয়। সকালে আমাকে মোবাইল ফোনে জানানো হয় তিনি রাতে ফিরে আসেনি। এ বিষয়ে খালিশপুর থানায় একটি ডায়েরি করি। পুলিশ বিষয়টি তদন্ত করেছে। কিন্তু গতকাল শুক্রবার পর্যন্ত তার সন্ধান মেলেনি। আজ ২৬ শে আগষ্ট শনিবার সকালে আমরা কয়েকজন একটি নৌকা ভাড়া করে খোঁজা শুরু করি এবং ভৈরব নদের কিছুদূর যেতেই দেখি নদীতে ভাসছিল এক ব্যক্তির লাশ। পরবর্তীতে পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করে দেখতে পাই তিনি প্রকৌশলী ওয়াং সিয়াও খুই। তিনি আমাদের প্রতিষ্ঠানের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। তিনি নিউজপ্রিন্ট অভ্যন্তরে নির্মাণাধীন রূপসা ৮০০ মেগাওয়াট সিসি পিপি প্রকল্পে কাজ করতেন। উক্ত বিষয়ে খুলনা পিবিআই পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন বিশ্বাস বলেন, সংবাদ পেয়ে এখানে আমরা এসেছি, বিষয়টি অতি শীগ্রই আমরা তদন্ত করে করবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don`t copy text!
%d bloggers like this: