
সজিবুর রহমান ঈদগাঁও
কক্সবাজারের ঈদগাঁওয়ের পোল্টি ব্যবসায়ী থেকে প্রতারনা করে ১ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী প্রশাসন সহ জন প্রতিনিধিদের দ্বারে দ্বারে ধর্না দিয়ে ও কোন প্রতিকার পাচ্ছে না।
জানা যায়, ঈদগাঁও বাসস্ট্যান্ডের মুরগি বিক্রেতা রুবেল সওদাগর থেকে মুরগি দেবে বলে প্রতারনা করে ১ লক্ষ টাকা হাতিয়ে নেয় পার্শ্ববর্তী চকরিয়া উপজেলার খুটাখালী মেধাকচ্ছপিয়া এলাকার আবদুল জলিলের ছেলে মিজান । টাকা নেওয়ার পর থেকে সে বিভিন্ন সময় মুরগি পাঠাবে বলে কাল ক্ষেপন করে আসছে। এক পর্যায়ে তার বাসায় গিয়ে ও তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এলাকার লোকজন জানান, সে একজন প্রতারক তার কাছ থেকে টাকা পাওয়া যাবে না। এ কথা শুনে ব্যবসায়ী রুবেল আর ও হতাশ হয়ে পড়েন। এরপর প্রশাসন সহ বিভিন্ন জনপ্রতিনিধিদের দ্বারে দ্বারে ঘুরছে প্রতারনার শিকার ব্যবসায়ী রুবেল। ব্যবসায়ী রুবেল জানান, এ প্রতারকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। আমি যেহেতু মুরগি বিক্রি করি। সে আমাকে মুরগি দেবে বলে গাড়ি দিয়ে আমার দোকানে মুরগি পাঠাচ্ছে বলে টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা হয়ে গেছে।
এ ব্যাপারে অভিযোগ উঠা মিজানের সাথে মোবাইলে বার বার রিং দিয়ে রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
ভুক্তভোগী রুবেল এই প্রতারক মিজানের সন্ধান দাতাকে ১০ হাজার টাকা পুরষ্কৃত করবেন বলে জানান।