নিজেস্ব প্রতিবেদন: ইন্টারনেট গেমে আসক্তির এই যুগে কুষ্টিয়ার কুমারখালীতে অনুষ্ঠিত হয়ে গেল এক বিশাল ফুটবল টুর্নামেন্ট। খেলাটি শুরু হয় ০৩ এ জুলাই ২০২৩ রোজ সোমবার থেকে দীর্ঘ আড়াই মাসের বাছাই এবং গ্রুপ পর্বের সকল ম‍্যাচ শেষ করে ফাইনাল অনুষ্ঠিত হলো ১৬ সেপ্টেম্বর ২০২৩ রোজ শনিবার। ম্যাচটি অনুষ্ঠিত হয় কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাঁদপুর ইউনিয়নের মিরপুর গ্রামে। ম্যাচটির আয়োজন করে মিরপুর যুব সংঘ স্পোর্টিং ক্লাব। উক্ত ফাইনাল ম্যাচে সভাপতিত্ব করেন ৯ নং চাঁদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব এস এম লিয়াকত আলী। ম্যাচটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯ নং চাঁদপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জনাব রাশেদুজ্জামান তুষার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্শ্ববর্তী কাঁচেরকোল ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান এডভোকেট সালাউদ্দিন জোয়ারদার মামুন। এছাড়াও ম্যাচটিতে নিরাপত্তায়ের জন্য নিয়োগ ছিলেন কুষ্টিয়ার চোরুঙ্গী থানার সাব-ইন্সপেক্টর এবারত হোসেন ওর তার টিম। এছাড়াও উক্ত ম‍্যাচটিতে উপস্থিত ছিলেন ৯ নং চাঁদপুর ইউনিয়নের সকল সমাজ সেবক ও গণ‍্যমাণ‍্য ব‍্যাক্তিবর্গ। সকল বাধা উপেক্ষা করে ফাইনালে যে দাল দুটো অংশগ্রহণ করে তারা ছিলো কৃত্তিনগর স্পোর্টিং ক্লাব এবং বাঁশগ্রাম প্রতিভা স্পোর্টি ক্লাব। উক্ত খেলায় অসাধারণ ক্রিড়া নৈপুণ্য দেখিয়ে ১-০ গোলে বিজয় লাভ করে কৃত্তিনগর স্পোর্টিং ক্লাব। সকলের সহযোগিতা এভাবে পেলে পরবর্তীতে আরও টুর্নামেন্টের আয়োজন করতে চাই বিষয়টি জানাই টুর্নামেন্টের আয়োজক কমিটিরা।দর্শকদের জনস্রোতের মধ্য দিয়ে সম্পন্ন হয় আজকের ম্যাচটি। পরিশেষে সকল যুবক ও তরুণদের ইন্টারনেট গেম থেকে ফিরে এসে মাঠ পর্যায়ে খেলাধুলার আহ্বান জানিয়ে টুর্নামেন্টের সমাপ্ত ঘোষণা করে আয়োজকরা।

প্রতিবেদক
মো: মুরছালিন হোসেন
শিক্ষার্থী কুওয়াতুল ইসলাম কামিল মাদ্রাসা, কুষ্টিয়া।
বিশেষ জেলা প্রতিনিধি কুষ্টিয়া।
দৈনিক প্রতিবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don`t copy text!
%d bloggers like this: