মোঃ শফিকুল ইসলাম

কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

 

সোমবার (২২ মে) দুপুরে উপজেলার রমনা মডেল ইউনিয়নের জামেরতল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন চিলমারী মডেল থানার অফিসার ইনর্চাজ মো. হারিছুল ইসলাম।

গ্রেপ্তারকৃতরা হলেন, চর শাখাহাতী এলাকার মৃত. আব্দুল মজিদের ছেলে মো. মোখলেসুর রহমান (৪৯) ও দুইথানা সাব বাধ এলাকার মো. আবু হার এর ছেলে মোহাম্মদ আল আমিন (২০)। পলাতক ড্রেজার মালিক মো. কুদ্দুস আলী।

চিলমারী থানা সূত্র বলছে, সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে চিলমারী মডেল থানার ওসি হারিছুল ইসলামের নেতৃত্বে থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে জামের তল এলাকা থেকে অবৈধ ভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের সময় দুইজন শ্রমিককে গ্রেপ্তার করে। এসময় ড্রেজারের মালিক পালিয়ে যায়। পরে থানা পুলিশ অবৈধ ড্রেজার ও সরঞ্জাম জব্দ করে থানা হেফাজতে নেয়।

চিলমারী মডেল থানার অফিসার ইনর্চাজ মো. হারিছুল ইসলাম হারিছ জানান, অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলনের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করা হয়েছে। এসময় ড্রেজারের মালিক পালিয়ে যায়। বালু মহাল আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আগামীকাল অপরাধীদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে সোপর্দ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don`t copy text!
%d bloggers like this: