
মোঃ- স্বাধীন খান ভ্রাম্যমাণ প্রতিনিধি:
বগুড়ার কাহালু উপজেলার কালাই ঘোনপাড়া উচ্চ বিদ্যালয়ে শেখ রাসেল ডিজিটাল ল্যাবে আইসিটি ক্লাসের উদ্বোধন করা হয়।
গতকাল মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুর ০১:০০ ঘটিকার সময় উপজেলার কালাই ঘোন পাড়া উচ্চ বিদ্যালয়ে শেখ রাসেল ডিজিটাল ল্যাবে আইসিটি ক্লাস উদ্বোধন ও উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন কালাই ঘোন পাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোতাহার হোসেন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা তথ্য ও প্রযুক্তি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার শাহনেওয়াজ সিদ্দিক । সঞ্চালনা করেনঃ-কালাই ঘোন পাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন,চামরুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নয়ন চন্দ্র দাস ,অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি তৌহিদুর রহমান পিন্টু,কালাই ঘোন পাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, ছাত্রলীগ নেতা স্বাধীন সহ ম্যানেজিং কমিটির সদস্য ছাত্র-ছাত্রীসহ এলাকার বিভিন্ন নেতৃস্থানীয় ব্যক্তি উপস্থিত ছিলেন।