
স্টাফ রিপোর্টার,ইঞ্জিনিয়ার সাব্বির হাসান:
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা কমিউনিটি পুলিশিং ২০২২ এর মূল অনুষ্ঠান সকাল ১০টায় গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার চত্বরে র্যালি ও নানান কর্মসূচির মধ্য দিয়ে উদ্বোধন করা হয়। কমিউনিটি পুলিশিং ২০২২ উপলক্ষে অন্যান্য থানা মতো গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা তে নানা কর্মসূচী গ্রহণ করা হয়েছে। এ সময় গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠান শুরু করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ,এস,পি হরেশ্বর রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম আরো উপস্থিত ছিলেন কামারদহ ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান রচি,বাস মালিক সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম, শিবগঞ্জ থানা কনট্রাকশন সভাপতি আতিক, সড়ক সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, কার্যকরী সভাপতি বিশ্বজিৎ বিশ্ব, অত্র ওয়াডের মেম্বার ও গোবিন্দগঞ্জ উপজেলা যুবলীগের সদস্য ও মিঠু সহ এলাকার সচেতন মহল।