মুহিবুল হাসান রাফি, স্টাফ রিপোর্টার, লোহাগাড়া, চট্টগ্রাম

 

কবিতা :- স্বাধীন হয়েও কেন পরাধীন।

কবি :- মোহাম্মদ রাকিবুল ইসলাম চৌধুরী।

শোন তোমায় বলছি, হে স্বাধীন জনতা।
মনে আছে কি তোমার ঐ একাত্তরের কথা?
হ্যাঁ! বলছিলাম,
১৬ই ডিসেম্বর আমরা বিজয় অর্জন করেছিলাম।
আমরা অনেকেই ভাবি,অনেকেই মনে করি একাগ্রচিত্তে- আমি স্বাধীন মানুষ!
আমরা ইচ্ছে করলেই যথোচিত সব কিছু করতে পারি।

মশাই!
একটু চিন্তা করে দেখুন।
আপনি কি আসলেই স্বাধীন???

এই প্রশ্নের উত্তর জানতে,পড়তে হবে না ভোগান্তিতে
কষ্ট করে আনতে হবে না কিছু, সুদূর দেশ থেকে
জানি আমি, এর উত্তর দেওয়ার ক্ষমতা
কারো কাছে না থাকলেও,অন্তত আছে বাঙালির।

কত জ্ঞানী, কত গুণী, কত মহাজন
বিনয়াবতে দেখিয়ে গেল স্বাধীনতার স্বপন।

অজস্র ঘনীভুত মঞ্চের ভাষণ
এরই মাঝে কত বাণী, কত গীতি করেছি শ্রবণ।

স্বাধীনতার কলরবে গেলাসের পানিতে ছারপোকা
রাত্রি শেষে নব নব অক্ষি আঁকা বাঁকা ।

স্বাধীন নামের অপহারকের কান্ড দেখে বিশ্ববাসী চুপ
তন্দ্রা মুখে বাঙালির কিছু করার থাকেনা থাকলে তাও মনে ক্ষোভ!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don`t copy text!
%d bloggers like this: