
বেল্লাল হোসেন বাবু,
নিজস্ব প্রতিবেদক :
রাস্তা দিয়ে যাবার কালে
দেখলাম বড় হাতি
মাহুত বসে হাতির পরে
মাথায় দিয়ে ছাতি।।
পথ-চারী আটকে দিয়ে
হাতি চিৎকার মারে
মাহুত বলে টাকা দাও
হাতির শুঁড়ে ধরে।।
অল্প টাকায় মন ভারী
বেশি দিলে খুশি
টাকা দিলে মুক্তি মিলে
টানে হাতির রশি।।
হাতি হলো রাজার বাহন
রাজা গেছে মরে
হাতি এখন সার্কাস মেলায়
সারা বাংলা ঘোরে।।
ডাল সিজনে ভাড়া নেয়
সার্কাসের হাতি গুলো
রাস্তা ঘাটে টাকা তুলে
হাতিক খাওয়ায় মূলো।।
হাতি খায় কলা গাছ
গুল্ম-লতা পাতা
টাকা তুলে মাহুত খায়
হাতিক দেখায় সেঁতা।।
সার্কাসের হাতি অসং-গতি
ঘোরে দ্বারে দ্বারে
অবলা জীব অঙ্কুর খেয়ে
চায় বারে বারে।।
বিশাল দেহ লম্বা শুঁড়
মস্ত বড়ো কান
খামের মত চারটি পা
শক্ত তার জান।।
মাহুতের অঙ্কুরে রক্ত ঝরে
মস্তক বেয়ে পরে
বিশাল প্রাণী ধয্য ধরে
নয়নে অশ্রু ঝরে।।
মানুষের সেবায় নিয়জিত ওরা
মুনিবের সেবা করে
নইলে মানুষ হতো বেহুশ
পরতো ভিষণ ফেরে