
মুহিবুল হাসান রাফি, স্টাফ রিপোর্টার।
কবিঃ- মাহিম শাহারিয়ার হামিম
মানুষ মানে লড়াই
মানুষ মানে যুদ্ধা
মানুষ মানে আবেগ
মানুষ মানে আদর
সকলের উপর বসিয়ে
দিবে আপন মায়ার চাদর
মানুষ মানে কান্না
মানুষ মানে হাঁসি
মানুষ মানে আতর
শুদ্ধ সুবাস ছড়িয়ে দেয়ায়
সুখে সবাই কাতর
মানুষ মানে মিশন
মহৎ লক্ষ্যে বুক চিতানো
দিগ্বিজয়ী ভীষণ
মানুষ মানে পাহাড়
মানুষ মানে আশা
মানুষ মানে ভালোবাসা