
মোহাম্মদ নোমান কক্সবাজার প্রতিনিধি।
র্যাব-১৫, কক্সবাজার এর আভিযানিক দল ২৪/১০/২০২২ খ্রিঃ তারিখ অনুঃ ২৩.৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার জেলার সদর থানাধীন ০৫নং ঝিলংজা ইউপিস্থ লিংক রোডের পূর্বপাশে আলী আহমদ টাওয়ারের সামনে কক্সবাজার টু টেকনাফগামী মহাসড়কের নিকট অভিযান পরিচালনা করে এবং উক্ত অভিযানে একজন মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করে। উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত মহিলার নিকট হতে সর্বমোট ৩,০০০ (তিন হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত মহিলার নাম সুফিয়া খাতুন (৩৪), পিতা-মৃত আব্দুস শুক্কুর, মাতা-ছকিনা খাতুন, স্বামী-হাফিজ উল্লাহ, সাং-দক্ষিণ ডেইলপাড়া (শুক্কুরের বাড়ী), ০৬নং ওয়ার্ড, টেকনাফ পৌরসভা, থানা-টেকনাফ, জেলা- কক্সবাজার জানা যায়। জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, ধৃত মহিলা জব্দকৃত ইয়াবা ট্যাবলেটসমূহ টেকনাফ সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে তার হেফাজতে রেখে অন্যত্র বিক্রয়ের উদ্দেশ্যে ঘটনাস্থলে অবস্থান করছিল। অদ্য উপরোল্লিখিত ইয়াবাসহ র্যাব-১৫ এর আভিযানিক দলের কাছে ধৃত হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃত মহিলার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজুর জন্য কক্সবাজার জেলার সদর মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।