
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চাঁদাবাজি ও মাদক মামলায় সাবেক ইউপি সদস্যসহ ৫ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৮ অক্টোবর) সকালে পুলিশ বিভিন্ন মামলায় গ্রেপ্তার এই পাঁচ আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতেপাঠিয়েছে।
গ্রেপ্তার আসামিরা হলেন – উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও হাটদেলুয়া গ্রামের মৃত তমছের সরকারের ছেলে মোঃ শফিকুল ইসলাম শফি (৩৮), পৌরসভার ঝিকিড়া সাহাপাড়া মহল্লার তপন কুমার সাহার ছেলে পরিতোষ কুমার সাহা (৩৮), ঝিকিড়া মধ্যপাড়া মহল্লার জব্বার প্রামাণিকের ছেলে জাহাঙ্গীর হোসেন (৪৫), শ্রীকোলা পশ্চিমপাড়া মহল্লার আবু তাহেরের ছেলে রাশেল (২৫) ও উপজেলার মাটিকোড়া গ্রামের ফরহাদ আলীর ছেলে ইমরান হোসেন (২৫)।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নজরুল ইসলাম জানান, বিভিন্ন মামলায় ৫ আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এদের মধ্যে চাঁদাবাজি ও মাদক মামলার আসামি রয়েছে। গ্রেপ্তারকালে মাদক মামলার আসামিদের কাছ থেকে পলিথিনে মোড়ানো ৩৫ পিস ইয়াবা পাওয়া গেছে বলে জানান তিনি।