
নিজস্ব প্রতিবেদক
ঈদের ছুটিতে ঘুরতে এসে বখাটেদের হাতে আটক স্বামী স্ত্রী নির্যাতন করে সর্বোস্ব লুট করেছে। সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ১০ নং বড়হর ইউনিয়নের বোয়ালিয়া বাজার এলাকায় এঘটনা ঘটে। পরিবার সূত্রে জানা যায়,উল্লাপাড়া উপজেলার দমদমা শাবাজপুর গ্রামের মিজানুর রহমান ঈদের ছুটিতে তার শ্বশুর বাড়িতে এসে স্ত্রী রিয়া খাতুনকে নিয়ে রবিবার ঈদের দিন বিকালে বোয়ালিয়া বাজার এলাকায় ঘুরতে যান। তখন পাগলা মধ্যে পাড়া ২নং ওয়ার্ডের রাসেল মেম্বরের নেতৃত্বে, রফিকুলের বকাটে ছেলে রুবেল ও হাজী আমিনুল ইসলামের বকাটে ছেলে ইমন আলী তার দলবল নিয়ে আটক করে। কিন্ত কি কারনে আটক করে তা না বলে তাদের কে পাগলা মধ্যে পাড়ার একটা ক্লাবে নিয়ে যায়। সেখানে নিয়ে তাদের নির্যাতন করে এবং নোংরা ভাষায় গালাগালি করে, স্ত্রীর কানে থাকা স্বর্নের অলংকার ও গলার স্বর্নের চেইন, স্বামীর কাছে থাকা নগদ দশ হাজার টাকাসহ যা কিছু ছিলো তা নিয়ে নেয় । তার পরে এলাকার মানুষ জানতে পারলে ধামা চাপা দেওয়ার চেষ্টা করে ঐ ওয়ার্ডের রাসেল মেম্বর কিন্ত রিয়া খাতুনের বাবা রেজাউল করিম বিষয় টা জানলে ৯৯৯ ফোন দেয় এর মধ্যে বোয়ালিয়া দক্ষিণ পাড়ার প্রধান বর্গকে ডেকে তাদের হাতে তুলে দিয়ে বলে আমি বিচার দিবো এখন নিয়ে জান।
এ ব্যাপারে রাসেল মেম্বরের সাথে কথা বললে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আমি আগে পরে কিছুই জানি না আমি এসে ঘটনা শান্ত করার জন্য মেয়ে ও তার স্বামীকে প্রধান বর্গের হাতে তুলে দিই। রিয়া খাতুন বোয়ালিয়া দক্ষিণ পাড়ার রেজাউলের মেয়ে এঘটনায় উপজেলার বোয়ালিয়া এলাকায় আতংক বিরাচ করছে এলাকাবাসীর দাবি এমন ঘটনায় যারা জরিত তাদের বিচারের আওতায় এনে শাস্তি দেওয়া হোক।