
উখিয়া প্রতিনিধিঃ
উখিয়ার পালংখালীর বাবুল মেম্বার বাহিনীর হামলায় যুবদলনেতা ফয়েজকে গুরুতর আহত করা হয়েছে ।
মঙ্গলবার সন্ধ্যায় পালংখালী ৯নং ওয়ার্ডে এই হামলার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উখিয়ার পালংখালীর বাবুল মেম্বারসহ তাঁর বাহিনীর সহযোগী মৃত রশিদ মেম্বারের ছেলে জাফরুল ইসলাম বাবু,আবু ছৈয়দের ছেলে বদিউর রহমান বদি,তার সহোদর ভাই কালা চানসহ বেশকয়েকজন যুবদলনেতা ফয়েজের উপর হামলা করে গুরুতর আহত করা হয়।
এতে হামলার স্বীকার ফয়েজ মাটিতে লুটিয়ে পড়লে আশপাশের লোকজন গুরুতর আহত অবস্থায় ফয়েজকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে চিকিৎসা প্রদান করেন।
চিকিৎসাধীন আবুল ফয়েজ বলেন,
পূর্ব শত্রুতার জেরে ঘটনার সূত্রপাত হয়। এসময় দোকানে হামলা করে মালামাল লুটপাট ও ১৮হাজার টাকার মোবাইলফোন লুট করে নিয়ে যায়।