
শেফাইল উদ্দিন
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার স্বনামধন্য বিদ্যাপীঠ ঈদগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেনীর এক শিক্ষার্থীর জন্মদিন উদযাপন করা হয়েছে।
রবিবার (১২ জুন) বেলা ১২ টার দিকে ঈদগাঁও বাজারের ডিসি সড়কের বনফুলে আরিয়ান তার বেইসমিটদের নিয়ে জন্মদিন উদযাপন করে। এ শুভক্ষণে বেইসমিটদের মধ্যে উপস্থিত ছিলেন মোস্তাকিম হোছাইন ইনান, আবদুল্লাহ নাওয়াল ফারদিন,দিল মেহেরিমা খানম ,আদ্রিজা পাল,জ্বাদীদ মোহাম্মদসহ অন্যান্য শিক্ষার্থীরা । এদিকে শিক্ষার্থীদের অভিভাবকদের মধ্যে উপস্থিত ছিলেন সালেহা খানম শেলি,,রওশন জাহান রিনা ,সুনেত্রী পাল,সায়মা আক্তার লিজা , আরিয়ানের মা ইবা আক্তার হাদিজা ও বড় বোন ফাতিমা । আরিয়ান ইসলাম নিশাদ জানান, হঠাৎ করে তার মা স্কুল ছুটি হওয়ার সাথে সাথে তার বন্ধুদের নিয়ে এ আয়োজন করে সারপ্রাইজ দেন।সে ভালো মানুষ হতে চাই এবং পড়া লেখা করে বড় হয়ে দেশ ও মানুষের সেবা করার প্রত্যয়ব্যক্ত করেন।
আরিয়ান ইসলাম নিশাদের বাবা আজহারুল ইসলাম সোহেল সরকারী চাকুরীজীবি । চাকরির সুবাদে তাদের ঈদগাঁওতে অবস্থান