
শেফাইল উদ্দিন ।
কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় বৃষ্টির জন্য নামাজ ও বিশেষ মোনাজাত করা হয়েছে।
মঙ্গলবার (২ আগষ্ট )সকাল সাড়ে আটটায় ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে নামাজ ও দোয়া করা হয়।
জানা যায়, প্রচন্ড গরম ও তাপদাহে জন জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। অন্যদিকে বর্ষা মৌসুমে বৃষ্টি না হওয়ায় অনিশ্চিত হয়ে পড়েছে এ অঞ্চলের চাষাবাদ ও ক্ষেত খামার। বর্ষা মৌসুমে বৃষ্টির জন্য দীর্ঘ অপেক্ষায় অসহায় হয়ে পড়েছে এলাকার লোকজন। শেষ পর্যন্ত স্থানীয় মসজিদ এবং এলাকায় মাইকিং করে জানিয়ে দেয়া হয় বৃষ্টির জন্য নামাজ এবং দোয়া মোনাজাতের সময়। বর্নিত স্থানে সঠিক সময়ে
নামাজ ও দোয়া মোনাজাত করা হয়।
এতে ইসলামাবাদ বোয়ালখালী মাদ্রাসা, ঈদগাঁও মাইজ পাড়া আজিজিয়া নুরুল উলুম মাদ্রাসাসহ বিভিন্ন মাদ্রাসা থেকে আগত ছাত্র-শিক্ষকসহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
নামাজের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য করেন স্বনামধন্য আলেমেদ্বীন হয়রত মাওলানা ইমাম জাফর আলম ও মাইজ পাড়া আজিজিয়া নুরুল উলুম মাদ্রাসার শিক্ষক মুবিনুল হক জমিরী।
ইমাম জাফর আলমের খুতবা পড়ার মধ্য দিয়ে স্কুল মাঠে দুই রাকাত নামাজ আদায় করেছেন আগত মুসল্লীরা। পরে তারা মোনাজাতে অংশ নেন।
মোনাজাত পরিচালনা করেন সুপরিচিত ওয়ায়েজ মাওলানা ইমাম জাফর আলম।
মোনাজাতে অনেকে বৃষ্টির জন্য কান্না কাটি করেন।
এদিকে রামু উপজেলার ঈদগড়ে ও বৃষ্টির জন্য নামাজ আদায় করে বিশেষ মোনাজাত করেছেন স্থানীয়রা ।
একই দিন সকাল সাড়ে ১০ টায় ঈদগড় এ এম বি উচ্চ বিদ্যালয় মাঠে হাফেজ আনাছের ইমামতিতে নামাজ আদায় ও বিশেষ মোনাজাত করা হয়।