
ঈদগাঁও প্রতিনিধি কক্সবাজারের ঈদগাঁও উপজেলার বহু অপকর্মের হোতা সার্ভেয়ার রফিকের বিরুদ্ধে স্ট্যাম্প জালিয়াতির গুরুতর অভিযোগ উঠেছে।
এ ঘটনায় ভুক্তভোগী একই এলাকার শমশুল আলম জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছে।
অভিযোগে জানা যায় , উপজেলার ঈদগাঁও ইউনিয়নের দক্ষিণ মাইজ পাড়া এলাকার রশিদুজ্জামানের ছেলে পালাকাটা গোলজার বেগম দাখিল মাদ্রাসার শিক্ষক সার্ভেয়ার রফিকুল আলম ১০০ টাকা মুল্যে মানের নন জুডিশিয়াল ষ্টাম্প ৩ টি যার সিরিজ নং – কস ৯০৮১৫৬৪ হতে ৯০৮১৫৬৬ সমুহ আবেদনকারীর নামে গত ৩০/০৬/২০২০ ইং তারিখে খরিদ দেখাইয়া ষ্টাম্প বেন্ডারের ৩৫৬১ হইতে ৩৫৬৩ সিরিজের জাল ষ্টাম্প নিয়া ছায়েরা খাতুন স্বামী মোজাফফর আহমদ নামক ব্যক্তির সাথে একখানা জাল আপোষ নামা সৃজন করে। উক্ত আপোষ নামা পত্রে কৌশলে ঈদগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দেখিলাম নামক সাক্ষর ও সীল আদায় করে। পরে আবেদনকারী এ খবর পেয়ে কক্সবাজার ট্রেজারি অফিস কার্যালয়ে অত্র ষ্টাম্পের সন্ধান পেতে ১১/০৪/২০২৩ ইং তারিখে আবেদন করেন।
ট্রেজারি অফিসার ২২/০৫/২০২৩ ইং তারিখে ষ্টাম্প বেন্ডার সরবরাহ হয় নাই মর্মে সংবাদ প্রদান করেন।
এলাকার লোকজন জানান,এ সার্ভেয়ার শিক্ষকতার মতো মহান পেশায় থেকে সার্ভেয়ারের কাজ করে এলাকার লোকজনকে চরম হয়রানি করে আসছে। এ পেশাকে পুজি করে শুরু করে রেল লাইনের টাকা উত্তোলনের দালালি। রেলওয়ের টাকার কমিশন কম হলে অপর পক্ষ থেকে সুবিধা নিয়ে মামলা ঠুকে দেওয়ার অভিযোগ ও ভুরিভুরি। এ সব ঘটনায় একাধিক বার লাঞ্চিত হওয়ার অভিযোগ ও এলাকায় প্রচার আছে। অভিযোগ উঠা রফিকুল আলমের সাথে কথা হলে শমসুল আলম আত্মীয় বলে জানান কিন্তু ষ্টাম্প জালিয়াতির বিষয়টি অস্বীকার করে।
ভুক্তভোগী এ জাল ষ্টাম্প সৃজনকারী সার্ভেয়ার রফিকুল আলমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।