
শেফাইল উদ্দিন
কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ছাত্র দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৯ মে) বিকাল সাড়ে তিনটায় ঈদগাঁও বাজারের ডিসি সড়কে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
জানা যায়,ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের শান্তিপূর্ণ মিছিলে ছাত্রলীগের হামলা ও গুলিবর্ষণের প্রতিবাদে ঈদগাঁও উপজেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। । মিছিল শেষে বাজারের শাপলা চত্বরে সমাবেশে ছাত্র দল নেতৃবৃন্দরা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের নেতৃবৃন্দের উপর হামলা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে কটুক্তি করার বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং ছাত্রলীগের দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। অন্যদিকে ছাত্রদলের মিছিল ঠেকাতে উপজেলা ছাত্রলীগের লীগের নেতৃত্বেবৃন্দরা ঈদগাঁও বাসস্টেশনে ওই দিন সকাল থেকে অবস্থান করছিল। খবর পেয়ে ঈদগাঁও থানা পুলিশের একটি দল ও বাজারের ডিসি সড়কে অবস্থান ছিল। এ ব্যাপারে সাবেক ছাত্রদল নেতা আরিফ উল্লাহ আরিফের সাথে কথা হলে জানান, ছাত্র লীগের অবস্থান কর্মসূচি উপেক্ষা করে ছাত্রদল মিছিল সমাবেশ করে জানিয়ে দিয়েছে ঈদগাঁওর মাটি বেগম খালেদা জিয়ার ঘাটি এবং ঈদগাঁওর রাজনৈতিক সম্প্রীতি বজায় রাখতে সকলে দৃষ্টি আকর্ষন করেন।