
নিজের কাছে অবৈধ মাদক, ইয়াবা ও হেরোইন রাখার দায়ে সিরাজগঞ্জে আবদুল মজিদ (৩৪) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।
বুধবার (১৪ সেপ্টেম্বর) বেলা পৌনে ১২টার দিকে সিরাজগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির এ রায় দেন।
সাজাপ্রাপ্ত আবদুল মজিদ জেলার তাড়াশ উপজেলার শ্রীপুর গ্রামের আবু বক্কারের ছেলে।
মামলার আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শাহ আলম খান ডেভিড এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলাসূত্রে জানা যায়, ২০১৮ সালের ২২ মে সিরাজগঞ্জ শহরের পৌর নিউমার্কেট এলাকা থেকে আবদুল মজিদকে ৩০ গ্রাম হেরোইন ও ১৫ পিস ইয়াবাসহ আটক করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় সিরাজগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মজিদের বিরুদ্ধে মামলা দায়ের করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)‘র তৎকালিন উপ-পরিদর্শক ইয়াসিন আলী। এই মামলায় দীর্ঘ তদন্ত ও সাক্ষ্য প্রমান শেষে জেলা ও দায়রা জজ আদালত বুধবার এই রায় দেন।