
শেফাইল উদ্দিন
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ারুল আজিম খোকন সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে।শনিবার (২০ আগস্ট) রাত সাড়ে ১২ টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ের ইসলামপুর চাক্কার দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।সে ইসলামপুর শিল্প এলাকার বিশিষ্ট ব্যবসায়ী এবং অত্র ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অছিয়র রহমানের ছেলে।
জানা যায়, ব্যবসায়িক কাজ সেরে বটতলী অফিস থেকে রাতে বাড়িতে ফেরার পথে ঢাকাগামী স্টার লাইনের একটি বাস বর্নিত এলাকায় মোটর সাইকেল আরোহী আনোয়ারুল আজিম খোকনকে ধাক্কা দেয়। সে মাথায় গুরুতর আঘাত পায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঈদগাওয়ের একটি প্রাইভেট ক্লিনিকে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চমেক হাসপাতালে রেফার করা হয়। স্থানীয় মেম্বার আলমের সাথে কথা হলে বর্তমানে চট্টগ্রামের প্রাইভেট ক্লিনিক পার্ক ভিউতে আইসিইউতে ভর্তি রয়েছেন ও অবস্থা আশঙ্কামুক্ত বলে জানান এবং দ্রুত সুস্থতার জন্য সকলের দোয়া কামনা করেছেন।