পাকিস্তানের হার্ডহিটার ব্যাটার আসিফ আলীকে এশিয়া কাপের বাকি অংশ থেকে নিষিদ্ধের দাবি তুলেছেন আফগানিস্তানের সাবেক অধিনায়ক গুলবাদিন নায়েব। গতকাল আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে আসিফের আচরণ মেনে নিতে পারছেন না এই অলরাইন্ডার।

গতকাল পাকিস্তান-আফগানিস্তান ম্যাচের টানটান উত্তেজনার মুহূর্তে আসিফ আলীকে আউট করে উদযাপনে মাতেন আফগান পেসার ফরিদ আহমেদ মালিক। তবে উত্তেজিত হয়ে আসিফের একদম কাছে চলে যান ফরিদ। এই উদযাপন কাটা ঘায়ে নুনের ছিটা হিসেবে লেগেছে আসিফের। তাই ধাক্কা দিয়ে সরিয়ে দেন ফরিদকে। আফগান পেসারও পাল্টা প্রতিক্রিয়া দেখান। এরপর ব্যাট উঁচিয়ে ফরিদকে মারতে চাইলেন আসিফ। আরও কিছুক্ষণ উত্তপ্ত বাক্যবিনিময়ের পর সাজঘরের পথ ধরেন আসিফ।

নিজের ভেরিফাইড টুইটার অ্যাকাউন্টে আসিফ ও ফরিদের একটি ছবি পোস্ট করেছেন গুলবাদিন। ক্যাপশনে লিখেছেন, ‘এটি আসিফ আলীর চরম পর্যায়ের বোকামি এবং টুর্নামেন্টের বাকি অংশ থেকে তাকে নিষিদ্ধ করা উচিত। যেকোনো বোলারের উদযাপন করার অধিকার আছে কিন্তু এমন শারীরিক আক্রমণ মোটেও গ্রহণযোগ্য নয়।’

This is stupidity at extreme level by Asif Ali and should be ban from the rest of the tournament, any bowler has the right to celebrate but being physical is not acceptable at all. @icc @ACCMedia1 pic.twitter.com/3ledpmM3mt

— Gulbadin Naib (@GbNaib) September 7, 2022

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don`t copy text!