খান মো সাইফ উদ দৌলা:

(আমতলী উপজেলা প্রতিনিধি) 

আমতলী উপজেলার জনগণের জনপ্রিয় বাহন আমতলী লঞ্চ। গত ২২ শে মার্চ থেকে বন্ধ রয়েছে।
এর ফলে আমতলী উপজেলার জনগণের দুর্ভোগ পোহাতে হচ্ছে হচ্ছে।
আমতলী লঞ্চ শুধুমাত্র উপজেলার নয় এর সাথে বরগুনার একাংশ, পটুয়াখালীর একাংশের জনগণ ও চলাচল করত।
গত ৩০শে মার্চ আমতলী লঞ্চঘাটে দুপুর ৩:৩০ গিয়ে দেখি অনেক যাত্রী লঞ্চে ওঠার জন্য আসলেও কোন লঞ্চ না থাকায়
তারা অন্য যানবাহনের ব্যবস্থা করে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার চেষ্টা করছে।
হার্ড এর রোগী আব্দুল সাত্তার ঢাকা যাওয়ার জন্য লঞ্চঘাটে আসলে লঞ্চ না দেখে সেখানে বসে থাকেন।তাকে জিজ্ঞাসা করা হয় ভাই আপনি এখানে বসে আছেন কেন?
‘সে উত্তর দেয় : মুই গরিব মানুষ ঢাকা যামু হাটের চিকিৎসা করাইতে, মুই বাসে উঠতে পারিনা বাসের যে ভাড়া কষ্ট এর লইগা আই সালাম লঞ্চের ঢাকা যামু মুই এখন কেমনে ঢাকা যামু হেই চিন্তা করতে করতে এই হানে বইয়া রইছি ‘
অন্য আরেকজন যাত্রী মোঃ আলীর সাথে কথা বললে সে জানায় তার মাকে নিয়ে সে ঢাকায় জাবে কিন্তু এখন আর তার যাওয়া হলো না এখন বাড়ি ফিরে যাচ্ছে।
আমতলী ঘাট কর্তৃপক্ষ সাথে যোগাযোগ করা হলে কেউকে আমরা খুঁজে পেলাম না।
ঢাকাতে লঞ্চ মালিক সমিতিতে তাহলে যে চালাতে তাদের লস দিন দিন বাড়ছে।
এত পরিমাণ লস হচ্ছে যে তাদের লঞ্চ চালাতে কষ্ট হয়।
খুব শীঘ্রই ঢাকা টু আমতলী লঞ্চ চল
চলাচল আবার চালু হবে বলে আশ্বাস দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don`t copy text!