জিয়াউল ইসলাম জিয়া,চট্টগ্রাম জেলা প্রতিনিধি

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বড় ভাইয়ের শ্যালক হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাাপ্ত পলাতক আসামী আব্দুল কাদের’কে দীর্ঘ ১০ বছর পর কর্ণফুলি এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

আসামী আব্দুল কাদের এবং তার আপন বড় ভাই এর শ্বশুড়বাড়ীর মধ্যে পারিবারিক বিরোধের জেরে গত ২০০৬ সালে বড় ভাইয়ের শ্যালকের মৃত্যু হয়। পরর্বতীতে নিহত ভিকটিমের পরিবার বাদী হয়ে আব্দুল কাদেরকে প্রধান এবং পরিবারের ০৫ জন নামীয় আসামী করে চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং- ০৬(০৪)০৬, ধারাঃ ৩০২ পেনাল কোড ১৮৬০। উক্ত মামালার প্রধান আসামী আব্দুল কাদের আইন শৃংখলা বাহিনী কর্তৃক গ্রেফতার হয়ে ০৬ বছর জেল হাজতে ছিল। পরর্বতীতে আসামী আব্দুল কাদের জামিন মুক্ত হয়ে এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়। দীর্ঘদিন পলাতক থাকায় বিজ্ঞ আদালত আসামী আব্দুল কাদের এর অনুপস্থিতিতে তাকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড প্রদান করে গ্রেফতারী পরোয়ানা জারি করেন।

র‌্যাব-৭, চট্টগ্রাম বর্ণিত মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি এবং ছায়াতদন্ত অব্যাহত রাখে। নজরদারির এক পর্যায়ে র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সূত্রে জানতে পারে যে, বর্ণিত আসামী আইন শৃংখলা বাহিনীর নিকট হতে গ্রেফতার এড়াতে চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী থানাধীন শাহমিরপুর এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল অদ্য ২২ আগস্ট ২০২৩ ইং তারিখ সময় আনুমানিক ০০০৫ ঘটিকায় বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে আসামী আব্দুল কাদের (৪২), পিতা- মৃত শফি আহাম্মদ, সাং-কোদাল দক্ষিণপাড়া, থানা- রাঙ্গুনিয়া, জেলা- চট্টগ্রাম’কে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে বর্ণিত হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এবং ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ০৩ বছরের সশ্রম কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামী মর্মে স্বীকার করে।

গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don`t copy text!
%d bloggers like this: