
আবু জার গিফারী (কেশবপুর): যশোর জেলা তথ্য অফিসের আয়োজনে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) ২০২৩-২৪ অর্থবছরের আওতায় গতকাল সদর উপজেলার বাহাদুরপুর প্রাথমিক বিদ্যালয়ে উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সিনিয়র তথ্য অফিসার মোঃ রেজাউল করিম, সহকারী পরিচালক মোঃ মোজাম্মেল হক, সহকারী তথ্য অফিসার মোঃ রমজান আলীসহ অনেকে উপস্থিত থেকে বক্তৃতা প্রদান করেন। সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক নাসরিন আক্তার। বক্তরা তাদের বক্তব্যে ডেঙ্গু, মাদক, বাল্য বিবাহ প্রতিরোধ, নারী শিক্ষা ও নারী উন্নয়ন নিয়ে ব্যাপক আলোচনা করেন। উপস্থিত অভিভাবকরা তাদের মতামত ব্যক্ত করেন। উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষকসহ একশো অভিভাবক উপস্থিত ছিলেন