তরিকুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ

মুছে ফেল অনবরত
বেদনার অশ্রুবাঁশি
জাগিয়ে তোল ঠোঁটে মুখে ঈষৎ হাসি,
গুচিয়ে ফেলো বিচিত্র ব্যাকুলতা
ঈষৎ হাসো।
ফুটিয়ে তোল মায়াবী কন্ঠে
সুরের মনোমুগ্ধ মুর্ছনা দিয়ে
সময়ে কিংবা অসময়ে ।

অনুভূতির অতল গহ্বরে
সুখানুভূতি স্পর্শে ভরিয়ে তোল
ভালবাসার ভেলায় ভেসে বেড়াও
জগৎ সংসারে সুন্দর ও কষ্টের
বাসনা বিলাসী হয়ে।

মুগ্ধতা ছড়াও ভালবাসার গভীরতায়
অন্ধকারে বুক কাঁপিয়ে
লুকোচুরি খেলো স্বপ্ন ও বাস্তবতার
প্রজাপতির রংঙিন ডানায়,
সকালের সোনালী রাতে
পড়ন্ত বিকেলে খন্ডিত জীবনে।

জীবনকে পূর্ণতায় ভরে দাও
সন্ধ্যা প্রদীপ জ্বেলে,
আলোকবর্তিকা ছড়িয়ে দাও
রাশি রাশি সাদা মেঘের আকাশে
কবির অনুভূতির ছন্দ তাল লয়ে
মিশে যাও
শীতল ছায়ার গভীরতম স্পর্শে।

জীবন কাব্যের
ক্ষুধার্ত কষ্টের আর্তনাদ মুছে দাও
ঝরঝর বৃষ্টির রিমঝিম শব্দে।

জীবনকে ভালবাস একাত্ম হয়ে
সকলের মাঝে সবখানে
জেগে উঠো স্বপ্নে স্বপ্নে ।

অলিখিত কবিতাগুলো
নীল আকাশে রোদ্দুর হয়ে
হাসবে বেড়াবে কাব্যিক ঢঙ্গে।
হেঁটে যাও সবুজের আঁকাবাঁকা মেঠো পথে
আগামী সম্ভবনার দিকে,
রেখে যাও সোনালী স্মৃতি হাজার বছর ধরে।

তরিকুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don`t copy text!
%d bloggers like this: