
মো: সিপন রানা (নাগরপুর প্রতিনিধি)
স্বঘোষিত ‘ শপথবদ্ধ রাজনীতিবিদ ‘ নামক বিচারপতিদের পদত্যাগ এবং অন্যায়ভাবে গ্রেফতারকৃতদের মুক্তির দাবিতে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা আইনজীবী সমিতির সামনে থেকে আইনজীবীদের সংগঠন ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্ট (ইউএলএফ) এর উদ্যোগে পদযাত্রা শুরু হয়। পদযাত্রাটি জজ কোর্ট সংলগ্ন জনসন রোডে আসামাত্রই পুলিশ বিনা উস্কানিতে বিজ্ঞ আইনজীবীদের উপর হামলা ও লাঠিচার্জ করে। পুলিশের এই বর্বরোচিত হামলায় প্রায় ৮৫ জন আইনজীবী আহত হন এবং নারী আইনজীবীদের লাঞ্ছিত করা হয়।
জজ কোর্ট এলাকায় আইনজীবীদের ওপর পুলিশের বর্বরোচিত হামলা,লাঠিচার্জ,ও নারী আইনজীবীদের লাঞ্ছিত করার গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে গণঅধিকার পরিষদ। গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক মোঃ রাশেদ খাঁন।
যৌথ বিবৃতিতে বলেন, ” নির্বাচনকে সামনে রেখে অবৈধভাবে ক্ষমতায় থাকতে সরকার বিরোধী মত দমনে আইনশৃঙ্খলা বাহিনীকে বেআইনীভাবে ব্যবহার করছে। আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ করছি যে কোর্ট প্রাঙ্গনে পুলিশ আইনজীবীদের ওপর অন্যায়ভাবে হামলা,লাঠিচার্জ ও নারী আইনজীবীদের লাঞ্ছিত করেছে। যা প্রকারান্তরে বিচারবিভাগকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শনের শামিল। আদালতে যাতে আইনের শাসন প্রতিষ্ঠিত না হয়, সেজন্য সরকার তার আজ্ঞাবহ প্রশাসন দিয়ে এই হামলা চালিয়েছে। অবৈধভাবে ক্ষমতায় থাকতে সরকার দেশের আইন-আদালতসহ বিভিন্ন প্রতিষ্ঠানকে দলীয়করণ করছে। যা দেশে ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে। অনতিবলম্বে আমরা এই হামলার সাথে জড়িত পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। একই সাথে আইনশৃঙ্খলা বাহিনীকে সরকারের বেআইনি আদেশ পালন থেকে বিরত থেকে নাগরিক অধিকারের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানাচ্ছি।