
এইচ এম শাহরিয়ার কবির, সাহিত্য সম্পাদক
অনলাইন লিটারেচার সম্মাননা ২০২৩ এ ভূষিত হলেন আস সুফিয়া সাহিত্য ও সংস্কৃতি পরিষদ এর সম্মানিত সিনিয়র উপদেষ্টা কবি, লেখক ও সংগঠক মোছাঃ শাহনাজ পারভীন।
গত ১৬/৯/২০২৩ ইং রোজ শনিবার ঢাকার নয়া পল্টন ওয়েস্টেন রেস্টুরেন্টে অনলাইন লিটারেচার গ্রুপস ইউনিটির নবনির্বাচিত কমিটির অভিষেক ও লিটারেচার সম্মাননা ২০২৩ ইং অনুষ্ঠানে তাকে এ সম্মাননা প্রদান করা হয়।
তার লিখিত প্রথম একক কাব্যগ্রন্থ “কৃষ্ণচূড়ার মাঝে তুমি” গ্রন্থের জন্য তাকে এ সম্মাননা প্রদান করা হয় ।
সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতিসত্তার কবি, বাংলা একাডেমির মহাপরিচালক জনাব মুহাম্মদ নুরুল হুদা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও মিডিয়া ব্যক্তিত্ব আসাদ কাজল। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কবি ও অভিনেতা এবিএম সোহেল রশিদ এবং বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি ও সংগঠক মোসলেহ উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অবঃ যুগ্মসচিব কবি ও সাহিত্যিক ড. আমিনুর রহমান মোঃ তারেক। এছাড়াও বক্তব্য রাখেন অনলাইন লিটারেচার গ্রুপস ইউনিটির নবনির্বাচিত সভাপতি কবি ও সংগঠক গুল আফরোজ, প্রধান সমন্বয়ক, কবি ও সংগঠক বেল্লাল হাওলাদার এবং পরিচালক জিয়াউদ্দিন জেইন এর পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক কবি আমিনুল ইসলাম। উক্ত অনুষ্ঠানে সাহিত্যে বিশেষ অবদানের জন্য ১০ জনকে এ সম্মাননা প্রদান করা হয়।